মোজাম্মেল হককে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন

এবার যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে কাফরুল থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ।

কাফরুল থানার ওসি সিকদার মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কবে আবেদন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই বলতে পারছি না। শিগগিরই আপনাদের জানানো হবে।

এর আগে কথিত চাঁদাবাজির মামলায় গত বুধবার রাতে মোজাম্মেলকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার পুলিশ।

পর দিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আদালত সেদিন মোজাম্মেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার মোজাম্মেলকে মিরপুর থানার চাঁদাবাজির মামলায় পুনরায় পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে মিরপুর থানার পুলিশ। আদালত অবশ্য এ মামলায় মোজাম্মেলকে পুনরায় রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে সেদিন তাকে কারাগারে পাঠান।

গত মঙ্গলবার চাঁদাবাজির এ মামলা করেন কথিত মিরপুর রোড শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক মো. দুলাল।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির বিশেষ ‘উপহার’ পেল এশিয়া কাপ
পরবর্তী নিবন্ধজলিরপার স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য খলিলের বিরুদ্ধে অভিযোগ