মেয়ে শিশুদের শিক্ষায় বৃহৎ প্রকল্প বৃটিশ সরকারের

নুর উদ্দিন : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানিগাও গ্রামে ইউনিসেফের লেট আস লার্ন প্রকল্পের আনন্দ ধারা প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ব্রিটিশ সংসদ সদস্য হেলেন গ্রান্ট।
মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয় পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, বৃটিশ সরকার বাংলাদেশের হাওর, চরাঞ্চল ও পাহাড়ি এলাকায় মেয়ে শিশুদের শিক্ষার জন্য ৫৪ মিলিয়ন পাউন্ডের একটি বৃহৎ প্রকল্প গ্রহন করেছে । ব্রিটিশ সরকার প্রকল্পটি টেকসই করার লক্ষ্যে  বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ গ্রহন করবে। শিক্ষার পাশাপাশি দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নে প্রকল্পটি অবদান রাখবে। প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন হাইকমিশনের সিপিও সেলিম রেজা, টিম লিডার ফাহমিদা শবনম, ডেপুটি টিম লিডার গোলাম কিবরিয়া।
প্রতিনিধি দলের সদস্যরা স্কুলে পড়ুয়া শিক্ষার্থী ও তাদের অভিবাবকদের সঙ্গে কথা বলে প্রকল্পের সার্বিক খোঁজখবর নেন।
পূর্ববর্তী নিবন্ধখেলাপি ঋণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন