মেয়র পদে ৪ জনের মনোনয়ন বৈধ, একজনের বাতিল

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। অপর ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল এ তথ্য জানান।

জানা যায়, কুসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সদ্য সাবেক মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী মো. মনিরুল হক সাক্কু, সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, জাসদ মনোনীত প্রার্থী শিরিন আক্তার, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) অ্যাড. সোয়েবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মো. মামুনুর রশীদ।

আজ এসব প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, যাছাই-বাছাইয়ে ত্রুটিপূর্ণ হওয়ায় মেজর (অব.) মো. মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে মো. মামুনুর রশীদ জানান, এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করবেন।

পূর্ববর্তী নিবন্ধভেঙে ফেলতে হবে বিজিএমইএ ভবন
পরবর্তী নিবন্ধসেই অসহায় বৃদ্ধাকে এবার ঘর দিলেন এএসআই আজাদ