পপুলার২৪নিউজ ডেস্ক:
আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় রাত ২টায় বলিভিয়ার মাঠে এ খেলা হবে।
এর ছয় ঘণ্টা আগে আর্জেন্টিনার জন্য এসেছে সবচেয়ে বড় দুঃসংবাদ। লাইন্সম্যানের সঙ্গে অশোভন আচরণের শাস্তিস্বরূপ অধিনায়ক লিওলেন মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা।
একই সঙ্গে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে বার্সেলোনার এই তারকা ফুটবলারকে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও মেসিকে আজই এই শাস্তির কথা জানিয়েছে ফিফা।
এর ফলে শুধু বলিভিয়া নয়, উরুগুয়ে, ভেনিজুয়েলা ও পেরুর বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না মেসি। ফিরতে পারবেন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে।
আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখেন মেসি। এরপর পুরো ক্যারিয়ারে আর কখনও লাল কার্ড দেখেননি তিনি। এটাই মেসির ক্যারিয়ারে শৃংখলাজনিত কারণে সবচেয়ে বড় শাস্তি।
মেসির বিরুদ্ধে অভিযোগ, দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিউসন সিলভার উদ্দেশে কুৎসিত গালি দিয়েছিলেন মেসি।
অবশ্য চিলি ম্যাচের পর প্রধান রেফারি সান্দ্রো রিচ্চির প্রতিবেদনে মেসির এই গালাগালির কথা লেখা ছিল না।
তবে একটি ভিডিওতে নাকি ধরা পড়ে, মেসি সহকারী রেফারিকে তার মায়ের সম্পর্কে কুৎসিত গালি দিয়েছেন।
এ ব্যাপারে রিচ্চি বলেছেন, ‘লিওনেল মেসি বা অন্য কারও কাছ থেকে আমার ব্যাপারে আক্রমণাত্মক কিছু আমি শুনিনি। যদি তেমন কিছু শুনতাম, তাহলে অবশ্যই খেলাটির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতাম।’
চিলির বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচটিরে গোলদাতাও মেসি। পেনাল্টি থেকে তিনি জয়সূচক গোলটি করেন।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে আর্জেন্টিনা। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। শীর্ষ চারটি দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে।
আর এবারের বাছাইপর্বে মেসিহীন আর্জেন্টিনার চেহারা মোটামুটি সবারই জানা। মেসি খেলেননি এমন সাত ম্যাচে আর্জেন্টিনা পেয়েছে মাত্র ৭ পয়েন্ট। আর মেসি খেলেছেন এমন ৬ ম্যাচে পেয়েছে ১৫ পয়েন্ট।
ফিফার এই সিদ্ধান্তের ফলে প্রশ্ন দেখা দিয়েছে, মেসিকে ছাড়া বিশ্বকাপ বাছাই পর্বের বৈতরণী পার হতে পারবে তো আর্জেন্টিনা? সর্বশেষ ১৯৭০ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় আর্জেন্টিনাকে ছাড়া।