চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে আগে কখনো জয় পায়নি বার্সেলোনা। অবশেষে সেই জয়খরা কাটলো বার্সার। ইংলিশ ক্লাবটিকে ১-০ গোলে হারিয়েছেন কাতালানরা। এ জয়ে ইউরোপসেরা টুর্নামেন্টের সেমিফাইনালের পথে এগিয়ে গেলেন তারা।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে আতিথ্য নেয় বার্সা। শুরুতেই ম্যানইউর ওপর ঝাঁপিয়ে পড়েন অতিথিরা। তোলেন আক্রমণের ঢেউ। সেই তোড় সামলাতে পারেনি ম্যানইউ। রক্ষণ আগলে রাখলেও দ্বাদশ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েন স্বাগতিকরা।
ডি-বক্স থেকে চিপ শটে ডানদিকে বন্ধু লুইস সুয়ারেজকে বল বাড়ান লিওনেল মেসি। তাতে হেড করেন উরুগুইয়ান স্ট্রাইকার। সেটি ম্যানইউ ডিফেন্ডার লুক শ’র গায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়। প্রথমে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। তবে ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।
এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে বার্সা। আক্রমণের গতি সচল থাকে। সেই রেশের মধ্যে ৩১ মিনিটে মেসিকে বাজে ট্যাকল করেন ক্রিস স্মলিং। এতে ছোট জাদুকরেরর নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে ফের মাঠে ফেরেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
ম্যাচের বাকি সময়ে গোল পরিশোধে মরিয়া আক্রমণ চালিয়েছে ম্যানইউ। ঘর সামলে অসংখ্যবার প্রতি আক্রমণে উঠেছেন রেড ডেভিলরা। তবে গোলমুখ খুলতে পারেননি তারা। অবশ্য বেশ কয়েকটি সুযোগ পেয়েছেন। কিন্তু সাফল্য আদায় করতে পারেননি।
পরের সময়ে কয়েকটি সহজ সুযোগ পেয়েছে বার্সাও। কিন্তু তারাও কাজে লাগাতে পারেননি। ছিল ফিনিশিংয়ের দারুণ অভাব। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের।
আগামী মঙ্গলবার বার্সার মাঠ ন্যু ক্যাম্পে হবে ফিরতি পর্ব। সেখানে ড্র করলেই শেষ চারের টিকেট পাবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।