মেসির ফেরার ম্যাচে শোচনীয় হার আর্জেন্টিনার

পপুলার২৪নিউজ ডেস্ক:

লিওনেল মেসি ফিরলেন। তবে প্রত্যাবর্তনটা সুখকর হলো না। আবারো সেই পুরনো চেহারা। সতীর্থদের সঙ্গে বোঝাপড়া গড়ে তুলতে ব্যর্থ ছোট ম্যাজিসিয়ান। অন্যরাও জ্বলে উঠতে পারলেন না। ফলাফল, ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে উড়ে গেল আর্জেন্টিনা।

পিছিয়ে পড়ে আক্রমণে সচেষ্ট হয় আর্জেন্টিনা। তোলে আক্রমণের ঢেউ। তবে প্রতিপক্ষের রক্ষণদেয়াল ভাঙতে পারেননি আলবিসেলেস্তেরা। বরং খেলা ওপেন হয়ে যাওয়ায় প্রথমার্ধের শেষদিকে ফায়দা লুটে ভেনেজুয়েলা। ৪৪ মিনিটে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন জন মুরিয়ো। এতেই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে অপেক্ষাকৃত কম শক্তির দলটির হাতে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পেতে মরিয়া হয়ে পড়ে আর্জেন্টিনা। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখে দলটি। তবে কোনোরকমে আক্রমণগুলো ঠেকিয়ে দিচ্ছিল ভেনেজুয়েলা। কিন্তু ৫৯ মিনিটে পারেনি। মেসির কাছ থেকে বল নিয়ে লো সেলসো বাড়ান লাউতারো মার্তিনেজকে। তা থেকে জাল খুঁজে নিতে সমস্যা হয়নি তার।

এরপর আবার খেই হারায় আর্জেন্টিনা। সুযোগটা লুফে নিতে ভুল করেনি ভেনেজুয়েলা। ৭৫ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান ৩-১ করেন খানিক আগে মাঠে নামা হোসেফ মার্তিনেজ। ডি-বক্সে ফরোয়ার্ড দারউইনকে ডিফেন্ডার হুয়ান ফেইথ ফাউল করলে পেনাল্টিটি পায় ভেনেজুয়েলা। পরে আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। ফেরার ম্যাচে মাঝে মধ্যে ঝলক দেখালেও দলকে কাঙিক্ষত সাফল্য এনে দিতে পারেননি মেসি।

পূর্ববর্তী নিবন্ধঘানায় দুই বাসের সংঘর্ষে নিহত ৬০
পরবর্তী নিবন্ধসংসদে লুকিয়ে চকলেট খেয়ে ক্ষমাপ্রার্থী কানাডার প্রধানমন্ত্রী