স্পোর্টস ডেস্ক
হাঁটুর ইনজুরির কারণে ইন্টার মিয়ামির আগের ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। দলের প্রধান তারকা না থাকায় ম্যাচটিও জিততে পারেনি মিয়ামি। এতে টানা পাঁচ ম্যাচের জয়রথ থেমে যায় মিয়ামির। ওই ম্যাচে ওরল্যান্ডো সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ফ্লোরিডার ক্লাবটি।
চোট কাটিয়ে এক ম্যাচ পরই দলে ফিরেছেন মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার ফেরার দিনে জয় পেয়েছে মিয়ামিও। জিততে কষ্ট হলেও শেষ পর্যন্ত সফল হয়েছে মেসির দল। একেবারে শেষ মুহূর্তে গোল করে ডি.সি ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারিয়েছে মিয়ামি।
বাংলাদেশ সময় আজ রোববার ভোরে মিয়ামির হয়ে গোলটি করেছেন বদলি হিসেবে মাঠে নামা লিওনার্দো কাম্পানা। বৃষ্টি আচ্ছন্ন ম্যাচে ৯৪ মিনিটে গোলটি করেন তিনি।
মেসিকে পেয়ে আত্মবিশ্বাসী মায়ামি ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখিয়েছে। তবে আক্রমণে খুব একটা দাপট দেখাতে পারছিল না দলটি। অষ্টম মিনিটে প্রথমবার লক্ষ্যে আঘাত হাতে মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোলের সামনেই বল পেয়েছিলেন বেঞ্জামিন ক্রেমাসি। তবে তার দুর্বল শট সহজেই ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক।
মায়ামির দাপটের মধ্যে ভয়ে চুপসে যায়নি ডিসি ইউনাইটেড। রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করেছে তারাও। ১৯ মিনিটে প্রথমবার গোলে শট নেয় তারা। তবে পেনাল্টি বক্সের ওনেক বাইরে থেকে নেয়া পেদ্রো সান্তোসের সেই শট সহজেই ফিরিয়ে দেন মায়ামির গোলরক্ষক।
৪৩ মিনিতে সহজ মিস করেন ক্রেমাসি। জর্ডি আলবার বাড়ানো দুর্দান্ত বল বক্সের মধ্যে ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়েও জালে পাঠাতে পারেননি তিনি। সামনে থাকা একমাত্র গোলরক্ষকের গায়ে বল মারেন তিনি। গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের ভালো একটি সুযোগ পায় ডিসি। তবে গোলমুখে সহজ সুযোগ হাতছাড়া করেন জারেড স্ট্রুড। ৭১ মিনিটে গোলের উদ্দেশ্যে শট নেন মেসি। তবে পোস্টের অনেক বাইরে দিয়ে নেয়া সেই শট বারের উপর দিয়ে যায়। ৮৬ মিনিটে ডিসির এগিয়ে যাওয়ার সুযোগ রুখে দেন মায়ামির গোলরক্ষক। জ্যাকব মুরেলের নেয়া দ্রুতগতির শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি।