পপুলার২৪নিউজ ডেস্ক:
২০১৬-১৭ মৌসুমে সবচেয়ে বেশি আয় করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ সময়ে তিনি কামিয়েছেন ৮৭.৫ মিলিয়ন ইউরো (৯৫.৩ মিলিয়ন ডলার)।
একই সময়ে তার প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির আয় হয়েচে ৭৬.৫ মিলিয়ন ইউরো।
ফ্রান্স ফুটবলের সর্বশেষ সংস্করণে এই তথ্য দেয়া হয়েছে। সাময়িকীটি প্রকাশিত হবে আজ।
বার্সেলোনায় মেসির ব্রাজিলীয় সতীর্থ নেইমার তালিকায় তৃতীয় স্থানে আছেন। তিনি রোজগার করেছেন ৫৫.৫ মিলিয়ন ইউরো।
রিয়াল মাদ্রিদের ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল ৪১ মিলিয়ন ইউরো আয় করে চতুর্থ স্থানে আছেন। চাইনিজ সুপার লীগে হেবেই ফরচুনের হয়ে খেলা আর্জেন্টাইন এজেকুয়েল লাভেজ্জি কামিয়েছেন ২৮.৫ মিলিয়ন ইউরো।
সবচেয়ে বেশি উপার্জনকারী কোচ হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হোসে মরিনহো।
ম্যাগাজিনের মতে, ২৮ মিলিয়ন ইউরো এ সময়ে জমা হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে। ২০১৬-১৭ মৌসুমে পাওয়া বেতন, বোনাস এবং বিজ্ঞাপন থেকে পাওয়া অর্থের ভিত্তিতে ফ্রান্স ফুটবল এই পরিসংখ্যান তৈরি করেছে। এএফপি।