মেয়াদোত্তীর্ণ ইউপিতেও বসবে প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

পৌরসভা ও জেলা পরিষদের মত মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদেও (ইউপি) প্রশাসক বসানো যাবে- এমন বিধান রেখে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সংশোধিত খসড়া আইন অনুযায়ী, ‘ইউনিয়ন পরিষদ সচিব’র পদবি বদলে হচ্ছে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনীতিতে নোবেলজয় ক্লডিয়া গোল্ডিনের
পরবর্তী নিবন্ধনির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সমঝোতার সুযোগ নেই : ওবায়দুল কাদের