পপুলার২৪নিউজ প্রতিবেদক:
এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অসৎপন্থা রোধে সরকার সচেষ্ট আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার সচিবালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত এক সভা শেষে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, অসৎপন্থা রোধে ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। তাই পড়াশোনা করুন। গুজবে কান দেবেন না। দিলে ভুল করবেন।
এ সময় অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘গুজবে কান দিয়ে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না।’
২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে মোট আবেদনকারী ৮২ হাজার ৮৫৬ জন। সরকারি–বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে আসন আছে ৯ হাজার ৩৪৩টি। এর মধ্যে ৩১টি সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ৩ হাজার ৩১৮।
সারা দেশে ২০ কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় রয়েছে ৫টি কেন্দ্র।