মেট্রোরেল বন্ধ থাকবে ৩ দিন

নিজস্ব প্রতিবেদক:

সিস্টেম ইন্টিগ্রেশন করার জন্য তিনদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া।

তিনি বলেন, সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী ১৪ ও ১৫ অক্টোবর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ১৬ অক্টোবর থেকে যথারীতি মেট্রোরেল চলবে।

আর ১৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। সেই সঙ্গে ১৪ ও ১৫ অক্টোবর দুইদিন সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য বন্ধ মিলিয়ে টানা তিনদিন মেট্রোরেলের সুবিধা পাবেন না নগরবাসী।

পূর্ববর্তী নিবন্ধবিচারপতির ‘দেশ জাহান্নাম’ মন্তব্য অসাংবিধানিক: অ্যাটর্নি জেনারেল
পরবর্তী নিবন্ধপোড়া সিগারেট দিয়ে পোশাক বানিয়ে আলোচনায় উরফি