আহমেদ জিয়া, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় কয়েক দিনে মেঘনার ক্রমাগত ভাঙ্গনে চরমধুয়া ইউনিয়নের দুই গ্রাম ও দড়িহাটি ইউনিয়নের প্রায় অর্ধশত ঘড়বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এর আগেও গত বছর এই ইউনিয়নে নদী ভাঙ্গনের শিকার হয় ২’ শ ঘরবাড়ি। সেই সাথে ভাঙ্গন ঝুকিতে রয়েছে ওই দুই গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি। এতে চরম আতঙ্কের মধ্য দিয়ে তাদের দিন কাটছে।
উপজেলার চরাঞ্চলের ৬ টি ইউনিয়নের মধ্যে নদী ভাঙ্গন প্রবল ইউনিয়নগুলো হলো শ্রীনগর, চানপুর, মির্জাচর ও চরমধুয়া। এই ইউনিয়নগুলোর গ্রাম রক্ষা বাধ না থাকায় বছরের পর বছর ধরে বর্ষা মৌসুমে মেঘনার প্রবল স্রতে নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে বসতভিটা হাট- বাজার, আবাদি জমি, কবরস্থান, শিক্ষাও ধর্মীয় প্রতিষ্ঠান।
ইউনিয়নের বাসিন্দারা গ্রাম রক্ষায় বাধ নির্মানের দাবি জানিয়ে আসলেও এক দশকেও ভাঙ্গন প্রবল এলাকায় বাধ নির্মানে নেই সরকারী উদ্যোগ। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এান না পাওয়ার অভিযোগ করেন এবং তাদের পূনর্বাসনে নেই কোন উদ্যোগ।
খোজ নিয়ে দেখা গেছে, ভাঙ্গন কবলিত ইউনিয়নগুলোর পরিবারের মধ্যে বিরাজ করছে উৎকন্ঠা ও আতঙ্ক। নতুন করে মেঘনার ভাঙ্গনে ওই চার ইউনিয়নের অনেক পরিবার তাদের বসত ভিটা ও সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে দেখা গেছে। কেউ আবার পরিবার পরিজন নিয়ে আশ্রয় নিয়েছেন পাশের গ্রামে নিকট আত্মীয়র বাড়িতে। ভাঙ্গন আতঙ্কে আগে থেকেই অনেক টিনের ঘর অন্যএ সরিয়ে নিচ্ছেন। সর্বস্ব হারিয়ে একটু মাথা গোজার ঠাই ও জীবিকার সন্ধানে শহরে পাড়ি দিচ্ছেন অনেকে।
এ ব্যাপারে কয়েকজন ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা হলে তারা বলেন,প্রতিদিন আমাদের ঘর-বাড়ি ফসলি জমি মেঘনা নদীর ভাঙ্গনে শেষ হয়ে যাচ্ছে। ওই সময় তারা এান সামগ্রী না পাওয়ার অভিযোগ করেন। পরিবারগুলো ইউনিয়ন রক্ষায় বাধ নির্মানের দাবি জানান। মেঘনার ভাঙ্গন ঝুকিতে রয়েছে উপজেলার মির্জাচর ইউনিয়নের ৩ টি প্রাইমারি স্কুল, ২ টি বাজার, ২ টি লঞ্চঘাট ৯ টি মসজিদ, ১ টি মন্দির ও ৩ টি কবরস্থান। চানপুর ইউনিয়নে ১ টি লঞ্চঘাট, চানপুর ও কালিকাপুর গ্রাম। শ্রীনগর ইউনিয়নে পলাশতলী ওফকিরের চর গ্রামের একাংশ এবং চরমধুয়া ইউনিয়নে চরমধুয়া ও দড়িহাটি গ্রাম।
এ ব্যাপারে চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম শিকদার জানান,নদী ভঙ্গনের এলাকা পরিদর্শন করে গেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। বাধ নির্মানের দাবিতে এলাকাবাসি নিয়ে মানববন্ধন করেছি। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ড ও সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বাধ নির্মানে জোর দাবি জানান।
বুধবার (১৭ জুলাই) সকালে চরমধুয়ার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে আসেন নরসিংদী জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো: সাহাব উদ্দিন আহমেদ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আব্দুস সাদেক।
ওই সময় প্রকৌশলী সাহাব উদ্দিন আহমেদ বলেন, নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বাধ নির্মানের অনুমোদন পেলেই কাজ শুরু করা যাবে।