মেঘদাই বাজারে সচেতনামূলক দিক নির্দেশনা

চাঁদপুর জেলা প্রতিনিধি :বিশ্বের সব রাষ্ট্রে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে । তার প্রভাব বাংলাদেশে পড়েছে। বাংলাদেশের অধিকাংশ জেলায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাস হাত থেকে রক্ষা পেতে আজ সোমবার চাঁদপুর জেলায় কচুয়া উপজেলা মেঘদাই বাজারে সচেতন নাগরিক এর পক্ষ থেকে করোনাভাইরাস সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা মূলক উপদেশ সাধারণ মানুষের মাঝে দিয়ে যাচ্ছেন। এবিষয়ে সাবেক প্যানেল চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোল্লা বলেন, সারাবিশ্বের ন্যায় আমাদের দেশে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। সেজন্য আমরা সাধারণ মানুষদের মাঝে সচেতনতা তৈরি করছি যাতে মানুষ করোনা ভাইরাস আক্রান্ত না হয়। পাশাপাশি গরীব ও অসহায় মানুষ খুবই কষ্ট পাচ্ছে। এখন তাদের কোন কাজ করার সুযোগ নেই। তাই, নিজেদের উদ্যোগে আমার নিজ উপজেলায় যতটুকু পেরেছি বিভিন্ন গ্রামে গরীব, কর্মহীন ও অসহায় মানুষের সাহায্য করতে ক্ষুদ্র প্রচেষ্টা করেছি। আগামীতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমাজের সকল বিত্তশালীকে অসহায় ও গরীব লোকজনের বিপদে এগিয়ে আসতে তিনি আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মান্নান মনু, সাবেক ইউপি সদস্য গিয়াসউদ্দিন উদ্দিন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফারুক প্রধান, ইঞ্জি. আবুল কালাম আজাদ, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিফাত উল্লাহ, প্রাণের টানে রক্তদানের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম সুমন

পূর্ববর্তী নিবন্ধওয়াশিংটনে করোনায় ২ বাংলাদেশির মৃত্যু
পরবর্তী নিবন্ধ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন না দিলে ব্যবস্থা