মেক্সিকোর পরে ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

পপুলার২৪নিউজ ডেস্ক :
মেক্সিকোর পরে ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড

মেক্সিকো সিটির পর এবার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল শহর।

স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে তিনটার দিকে দেশটির দক্ষিণ পশ্চিম প্রান্তের ইনভার কারগিল এলাকায় এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.১। এমনটাই জানিয়েছে ভূমিকম্প গবেষক সংস্থা ইউএসজিএস। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ১২ কিমি গভীরে।

এই কম্পনের ফলে বাল্কলুথা, গোর, ইনভারকারগিল, লাম্বসডেন, রক্সবার্গ, তে আনাউ এবং টটপেরের মতো এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফেরত নিতে হবে:প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমালদ্বীপ হারাল বাংলাদেশ