মেক্সিকোতে শিক্ষককে গুলি করে স্কুলছাত্রের আত্মহত্যা

পপুলার২৪নিউজ ডেস্ক:

ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি স্কুলে ১১ বছরের এক ছাত্র শিক্ষককে গুলি করে হত্যা করে আত্মহত্যা করেছে।

দেশটির কোয়াহুইলা রাজ্যের তরেয়ন শহরে কলেজিও সেরভানটেস নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

তবে কী কারণে ওই ছাত্র এ কাজ করলো তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মেক্সিকোতে হানাহানির ঘটনা নিত্যনৈমিত্তিক হলেও স্কুলে এ ধরণের গোলাগুলির ঘটনা খুবই বিরল।

দেশটির টিভি চ্যানেল মিলেনিওকে দেয়া এক সাক্ষাৎকারে শহরটির মেয়র জর্জ জার্মেনো বলেন, ছাত্রটি অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছিল।

সে তার দাদির সঙ্গে থাকতো। হঠাৎ করে তার এ আচরণ কারো বোধগম্য নয়। তার বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ছাত্রটি শুক্রবার কোথা থেকে যেন দুটি বন্দুক নিয়ে এসে স্কুলে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধআরেক ইরানি জেনারেলকে হত্যার মার্কিন চেষ্টা ব্যর্থ
পরবর্তী নিবন্ধভাষাসৈনিক আহমেদ আলী আর নেই