মুহুরীর ৮টি পয়েন্টে বাঁধ ভেঙে ফেনীতে ২০ গ্রাম প্লাবিত

ফেনী প্রতিনিধি : টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর আটটি পয়েন্টে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলে ফুলগাজীর ৬টি স্থানে ও পরশুরামের চিথলিয়া ইউনিয়নের দুটি স্থানে বাঁধ ভেঙে যায়। এতে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করায় এইসব গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এলাকার গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে শত শত পুকুর ও মাছের ঘের। অনেক বাড়িতে ঘরে ঢুকে পড়েছে পানি।

পানিতে প্লাবিত হওয়া ফুলগাজীর গ্রামগুলো হচ্ছে উত্তর দৌলতপুর, দক্ষিন দৌলতপুর, উত্তর বরইয়া, দক্ষিন বরইয়া, ঘনিয়ামোড়া, নিলখী, গোসাইপুর, বৈরাগপুর। পরশুরামের গ্রামগুলো হচ্ছে শালধর, মালিপাথর, দুর্গাপুর, রামপুর, দক্ষিন কাউতলি, উত্তর কাউতলি, কাশিনগর, চম্পকনগর, চিতলিয়া, জয়পুর, মনিপুর সাহাপারা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা কহিনুর আলম জানান, প্লাবনের পানি নামার আগে বাঁধগুলো মেরামত করা সম্ভব নয়।

পূর্ববর্তী নিবন্ধশুক্রবার যুক্তরাষ্ট্রে ঈদ
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ দেখতে আর্জেন্টিনার কারাগারে অনশন!