পপুলার২৪নিউজ ডেস্ক:
মুসলিম বিদ্বেষী হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নির্বাচনের আগে থেকেই ছড়ায়। সেই ট্রাম্পের সৌদি আরব সফর স্বাভাবিকভাবেই বিশ্ব রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মুসলমানদের প্রতি তার অবস্থান অবিশ্বাস্যভাবেই উল্টে গেছে বলেই মনে হচ্ছে। অন্তত আরব-ইসলামিক আমেরিকান সামিটে মুসলিম জাহানের প্রতি দেওয়া বক্তব্যে তাই মনে হয়েছে বিশেষজ্ঞদের কাছে। সেখানে ট্রাম্প বলেন, মুসলিমরাই সন্ত্রাসবাদের সবচেয়ে বড় শিকার। গত রবিবার মুসলমান জাতি-রাষ্ট্রের অর্ধ শতাধিক নেতার সামনে এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প আরো বলেন, আরব, মুসলিম এবং মধ্য-পূর্ব অঞ্চলের জাতিগুলোর নির্দোষ মানুষরাই অধিকাংশ সন্ত্রাসবাদী হামলার শিকার হয়েছেন।
সৌদি আরবের রিয়াদে চলমান আরব-ইসলামিক আমেরিকান সামিটে প্রদত্ত এই বক্তব্য ট্রাম্প জানান, সন্ত্রাসী হামলার শিকার ৯৫ শতাংশই নিজেরাই মুসলমান। মৃত্যুর সংখ্যা দিয়ে সন্ত্রাসের মাপকাঠি নির্ণয় করা যাবে না। বরং হারিয়ে যাওয়া স্বপ্ন দিয়েই এর পরিমাপ করতে হবে বলে জানান তিনি।
মুসলিমদের নিয়ে এই বক্তব্য যেন নতুন কোনো ট্রাম্পকে তুলে ধরছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ২০১৫ সালের ডিসেম্বরে এক নির্বাচনী ক্যাম্পেইনে তিনি মার্কিন মুলুকে মুসলমানদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করার কথাও বলেছিলেন।
২০১৬ সালে সিএনএন-কে দেওয়া এক সাক্ষাতকারেও তিনি বলেছিলেন, আমার ধারণা ইসলাম আমাদের ঘৃণা করে। প্রচণ্ড ঘৃণ্য মনোভাব ছড়িয়ে রয়েছে সেখানে। আমাদের উচিত তার গোড়ার খোঁজ করা।
রিয়াদে প্রদত্ত সাম্প্রতিক বক্তব্যে উপস্থিত মুসলিম নেতাদের সন্ত্রাসবাদ প্রতিরোধের আহ্বান জানান ট্রাম্প। আত্মঘাতী হামলা অবিনাশী আত্মার ওপর কী প্রভাব ফেলে তা জিহাদিদের বোঝানোর আহ্বানও জানান ট্রাম্প।
এখানে দেখুন ট্রাম্পের বক্তব্যের ভিডিও ক্লিপ।
সূত্র : আল-জাজিরা, নিউজ ডট কম