পপুলার২৪নিউজ ডেস্ক :
মুশফিকের অনবদ্য সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। কিম্বার্লিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে এ রান সংগ্রহ করে।
মুশফিকুর রহিম ওয়ানডে ক্যারিয়ারের তার ৫ম শতক ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
১১৬ বলে করে ১১০ রানের এ ইনিংসটি ১১টি চার ও দুটি ছক্কায় সাজানো।
এর আগে প্রিটোরিয়াসের বলে মিলারের হাতে ক্যাচ দিয়ে ২৬ রান করে ফিরে যান মাহমুদউল্লাহ। তার বিদায়ের পর মাঠে নামেন সাব্বির রহমান।
এই দুই ব্যাটসম্যানের বিদায়ে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম জুটি ভালো একটা পার্টনারশিপ গড়ার লক্ষ্যে খেলছিল। তবে রেকর্ড গড়ে সাকিব ফিরে যাওয়ায় একাই লড়ে যাচ্ছিলেন মুশফিক।
পরে তার সঙ্গী হিসেবে মাঠে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে রিয়াদ বেশিক্ষণ মুশফিককে সঙ্গ দিতে পারেননি।