স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারের পর আক্ষেপ নেই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। এছাড়া মুশফিকুর রহিমের রান আউট হাতছাড়ার ঘটনাটিকে নিত্য মাঠে ঘটে যাওয়া ঘটনা মনে করেন তিনি।
মাশরাফি বলেছেন, ‘দেখেন মুশফিক গ্রান্ডহোমে ও টেলরের ক্যাচও নিয়েছে। ওখানেই ম্যাচটি ঘুরে যেতে পারত। আমরা মাঠে এমন অনেক ভুল করি। এটাকে আমি পার্ট অফ ক্রিকেট হিসেবে দেখি। এমন অনেক ঘটনাই মাঠে ঘটে। এটা নিয়ে মুশফিকেরও কিছু ভাবার নেই। আর আমরাও ভাবছি না।’
২৪৪ রান কম হয়ে গেছে বলে মনে করেন মাশরাফি। বিশেষ করে ওভালের উইকেটে এতো কম রানে লড়াই করা কঠিন। মাশরাফি মনে করেন, ওভালে এই রানে লড়াই করা কঠিন। আপনারা সবাই সেটা জানেন। সবার সব দিন সমান যায় না। আমরা টুর্নামেন্টের শুরুর দিকে আছি। আর এ সময় আমাদের সিদ্ধান্তে চলে যাওয়াটা ঠিক হবে না।
তামিম ইকবাল ওভালে আবারও বড় স্কোর করতে পারেননি। এ ব্যাপারে মাশরাফি বলেছেন, একটা প্লেয়ারকে লক্ষ্য করে এখনই কোনো কিছু বলে ফেলা ঠিক হবে না। তামিমের হয়তো মনোযোগ বা অন্য কোথাও সমস্যা হচ্চে। এখনও টুর্নামেন্টের ম্যাচ বাকি আছে। আমরা এসব নিয়ে এখন ভাবছি না।’
মাশরাফি স্পিনারদের নিয়ে সন্তুষ্ট। ইংল্যান্ডের কন্ডিশনে স্পিনারদের এমন বোলিংয়ে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের অধিনায়ক। সামনের ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। মাশরাফির মতে ইংল্যান্ড বড় প্রতিপÿ। লড়াইটা সহজ হবে না। ৮ জুন কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের পরের ম্যাচ খেলবে বাংলাদেশ।