মুরাদনগরে কৃষককে পিটিয়ে হত্যা

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে কালন মিয়া (৪৮) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতরাতে উপজেলার মকলিশপুর গ্রামে গাছের ডাল কাটা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক কালন মিয়া মকলিশপুর গ্রামের মৃত আ. রশিদ মিয়ার ছেলে। ঘটনার মূল আসামি নূরে আলম, তার মা পারভিন আক্তার, মেয়ে শান্তা ও সুহেনাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় কালন মিয়ার ঘরের চালার ওপর পড়ে থাকা একটি গাছের ডাল কাটতে গেলে প্রতিবেশী নূরে আলমসহ তার স্বজনরা এ বাধা দেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে নূরে আলম কালন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় কালন মিয়ার মেয়ে নাজমা আক্তার (১৮) ও ছেলে মহসীন (১৬) এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক কালন মিয়াকে মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা থানার ওসি মনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে কালন মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে- তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধসিলেটে মৃদু ভূমিকম্প
পরবর্তী নিবন্ধপটুয়াখালীতে স্বামী-স্ত্রীসহ মেয়েকে গলা কেটে হত্যা