মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ বাউচার

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদত্যাগের ঘোষণা দেওয়া মার্ক বাউচারকে দায়িত্ব দিলো আইপিএল ক্লাব মুম্বাই ইন্ডিয়ান্স। অবশ্য শুরুতে শোনা যাচ্ছিল, তাকে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগের দল এমআই কেপটাউনের প্রধান কোচ করা হবে। কিন্তু দলটিতে এই পদে নিয়োগ দেওয়া হয় সিমন ক্যাটিচকে।

এরপর গুঞ্জন ওঠে, দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দায়িত্ব না পেলেও মুম্বাইয়েরই আইপিএল ক্লাবে নিযুক্ত করা হচ্ছে তাকে। মাহেলা জয়াবর্ধনেকে প্রধান কোচের দায়িত্ব থেকে পদোন্নতি দিয়ে করা হয় এই ফ্র্যাঞ্চাইজির গ্লোবাল হেড অব পারফরম্যান্স। শ্রীলঙ্কান ব্যাটিং গ্রেটের উত্তরসূরি হলেন বাউচার।

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে প্রধান কোচ হিসেবে বিশদ অভিজ্ঞতা নেই বাউচারের। আইপিএল ২০১৬-তে কলকাতা নাইট রাইডার্সের উইকেটকিপিং কনসালট্যান্ট ছিলেন তিনি। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে টাইটান্সেরও প্রধান কোচ হিসেবে কাজ করেন।

নিয়োগ চূড়ান্তের পর বাউচার বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়া সম্মানের ও বিশেষ প্রাপ্তি। ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের অর্জনের ইতিহাস পরিষ্কারভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম সফল দল হিসেবে তুলে ধরে। দারুণ নেতৃত্ব ও খেলোয়াড়দের নিয়ে এটি শক্তিশালী একটি ইউনিট। এই চমৎকার দলটিতে আমি মান যোগ করতে চাই। চ্যালেঞ্জ নিতে উন্মুখ আমি।’

 

পূর্ববর্তী নিবন্ধএই দিনটি যদি কখনও না আসতো: ফেদেরারের অবসরে নাদাল
পরবর্তী নিবন্ধব্যক্তিগত খরচে পুনর্বাসন করছেন শাহীন শাহ আফ্রিদি!