মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা বিস্ফোরণের মামলায় ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তবে গ্রেফতার ব্যক্তির নাম জানায়নি পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান, অতিরক্তি কমিশনার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা বিস্ফোরণের মামলায় ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও মুফতি হান্নানের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আগামীকাল বুধবার (২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান সিটিটিসি প্রধান আসাদুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রথম চিফ অফ অপারেশনের সিএমএসএফ-এ যোগদান