মুজিব বর্ষ উপলক্ষে টুঙ্গিপাড়ায় রোগীদের বিনামূল্যে অর্থপেডিক্স চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

 

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

মুজিব বর্ষ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রোগীদের বিনামূল্যে অর্থপেডিক্স চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ অর্থপেডিক্স সোসাইটি এ স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করে।

রোববার সকালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থপেডিক্স সোসাইটির সভাপতি অধ্যাপক ডা: মো: আব্দুল গনি মোল্যা। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, বাংলাদেশ অর্থপেডিক্স সোসাইটির মহা সচিব ডা: ওহিদুর রহমান, গোপালগঞ্জ জেলা বিএমএ-র সাধারণ সম্পাদক ডা: হুমাযূন কবির, গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: নিয়াজ মাহামুদ, গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: অসিত কুমার মল্লিক উপস্থিত ছিলেন। এ ক্যাস্পে শতাধিক অর্থপেডিক্স সার্জন দিনব্যাপী বিনামূল্যে ৫ শতাধিক অর্থপেডিক্স রোগীদের চিকিৎসা সেবা দেন। পরে তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এর আগে চিকিৎসকেরা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির নেতৃবৃন্দের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং মেলা অনুষ্ঠিত