মুক্তিযোদ্ধা আব্দুল হাই হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

মুক্তিযোদ্ধা আব্দুল হাই (৬২) হত্যা মামলায় সৎভাইসহ দুইজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় দিয়েছেন।

২০১৬ সালের ২৬ মার্চ আসামিরা মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে নরসিংদী জেলার শিবপুর থানাধীন বিরাজনগর গ্রামের এলিট মেহেদীর বাগানে কুপিয়ে হত্যা করেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- জাকির হোসেন (মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সৎভাই) ও তার সহযোগী আমজাদ হোসেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামি হলেন- আব্দুল মান্নান।

পূর্ববর্তী নিবন্ধগুলশানে মা-মেয়ে হত্যা : প্রতিবেদন ২৯ নভেম্বর
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী সঙ্গে বার্নিকাটের বিদায়ী সাক্ষাৎ