মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র তৈরীতে ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতা


পপুলার২৪নিউজ ডেস্ক:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় আর্কাইভ ১৯৭১ আয়োজিত দেশব্যাপী মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ২৭ মার্চ ২০১৭, সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপান প্রবাসী মুক্তিযুদ্ধ গবেষক সাকুরা সাবের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের মিরকাদিম উপজেলার মেয়র শহিদুল ইসলাম শাহিন। উল্লেখ্য, আর্কাইভ ১৯৭১-এর নির্বাহী পরিচালক ও সিনিয়র সাংবাদিক প্রণব সাহা’র তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধের ইতিহাসনির্ভর দূর্লভ প্রমাণ্য ও কাহিনীচিত্র নির্মিত হয়, যা দেশব্যাপী স্কুল পর্যায়ে প্রদর্শন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসিলেট সীমান্তে সতর্কতা জারি করেছে বিএসএফ
পরবর্তী নিবন্ধদুজনের বেশি মোটরসাইকেলে ওঠলে ৩ মাসের কারাদণ্ড