মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে থেকে বেঁচে যান : শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে থেকে বেঁচে যান বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শুক্রবার (২৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘৭১ এর গণহত্যা ও পাকিস্তানের বর্বরতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে সে সময় তারা হত্যা করতে পারেনি; কারণ, ইন্টারন্যাশনাল যে চাপ ছিল, তাতে তাদের স্বীকার করতে হয়েছে যে, বঙ্গবন্ধু সেখানে আছেন। তারা যেহেতু বলেছে, সেখানে আছেন, তখন তাদের উল্টো দায়িত্ব হয়ে যায়, বঙ্গবন্ধুকে বাঁচানো। আমার বিশ্বাস, বঙ্গবন্ধু এ দেশে থাকলে তাকে মেরে ফেলতো। কিন্তু যেহেতু তিনি তাদের কাছে ছিলেন সবাই জানে, সারা বিশ্ব জানে তিনি পাকিস্তান কারাগারে আছেন। এ জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় তিনি বেঁচে গেছেন।’

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘দেশীয়, আন্তর্জাতিক ও রাজনৈতিকভাবে উনার যে দূরদর্শিতা ছিল, তা তিনি (শেখ মুজিবর রহমান) প্রমাণ করেছেন। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে পরিণত করলেন। তার বুদ্ধিমত্তা দিয়ে বাঙালি জাতিকে আবারও শেষ নির্দেশনা দিলেন। “আমি যদি নির্দেশনা দিতে নাও পারি তবে তোমরা ঘরে ঘরে প্রস্তুত হয়ে যাও।” এটা থেকেও পাকিস্তান কিছু বের করতে পারেনি। তারা ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গিয়েছে।’

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের বিবৃত ইতিহাসও আছে। পাক হানাদার বাহিনীর ওই সময়কে বলে গোলমালের বছর। এগুলো তারা বাইপাস করে গেছে। তবে তাদের গণহত্যার কথা স্বীকার করতে হবে এবং এ জন্য অবশ্যই পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সত্যিকারের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস আজকে যদি তুলে ধরা যায়, আমার মনে হয় না এই জাতি আবার বিভ্রান্ত হবে। এই দ্বায়িত্ব আমাদেরই।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আরমা দত্ত (বীরপ্রতীক), লে. কর্নেল সাজ্জাদ আলী জহির (অব.), কর্নেল তৌফিকুর রহমান (অব.), শহীদ সন্তান নট কিশোর আদিত্য, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে যাবে বিএনপি
পরবর্তী নিবন্ধগ্রামে গেলে খড়ের ঘর দেখি না: রাশেদ খান মেনন