মুক্তাগাছায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলে নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:

ময়মনসিংহের মুক্তাগাছায় বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

নিহতরা হলো-মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল গ্রামের মো. তারেকের স্ত্রী রিফা খানম (২৭) ও শিশুপুত্র নাবিল (৩)।

আহতরা হলেন, মো. তারেক ও তার শিশুকন্যা মরিয়ম (৫)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

সোমবার দুপুরে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের সত্রাসিয়া নামক স্থানে দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানার ওসি আলী আহাম্মেদ মোল্লা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের সত্রাসিয়া নামকস্থানে দুপুর ১টার দিকে পৌঁছলে বিপরীত দিক থেকে মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো. তারেকের স্ত্রী রিফা খানম ও শিশুপুত্র নাবিল মারা যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। পুলিশ ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে রাজিব পরিবহনের বাসটি আটক করেছে।

পূর্ববর্তী নিবন্ধমাদক নির্মূলে আলাদা বাহিনী গঠন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবোনের সঙ্গে নেইমারের অবৈধ সম্পর্ক, ছবি ভাইরাল!