মুকসুদপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল মেয়র নির্বাচিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম মেয়র নির্বাচিত হয়েছেন। আজ বুধবার ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন। নৌকার প্রার্থী ও বর্তমান মেয়র মো. আতিকুর রহমান মিয়া ৬০৪ ভোট পেয়ে রয়েছেন পঞ্চম অবস্থানে। নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করেন মুকসুদপুর পৌরসভার ভোটাররা। জয়ী প্রার্থী আশরাফুল আলম জগ প্রতীক নিয়ে নির্বাচন করেন। আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মো. আতিকুর রহমান মিয়া বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন বলেন, মেয়র পদে আশরাফুল আলম ৬ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের খিপু মিয়া পেয়েছেন ৪ হাজার ৫৩৩ ভোট, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মন্টু মিয়া পেয়েছেন ১ হাজার ৪৪৯ ভোট এবং নারকেলগাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিদ্যুৎ সরদার পেয়েছেন ১ হাজার ৩২৩ ভোট। বর্তমান মেয়র নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান মিয়া পেয়েছেন মাত্র ৬০৪ ভোট।

সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর পর সব কেন্দ্রে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের লক্ষণীয় উপস্থিত দেখা গেছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়েছেন ভোটাররা।

মুকসুদপুর পৌর নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৭ হাজার ৬২৭ জন। এর মধ্যে ৮ হাজার ৮৪৩ জন পুরুষ ও ৮ হাজার ৭৮৪ জন নারী ভোটার। পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রের ৫২টি বুথে ১৪ হাজার ৬৩ ভোটার আজ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নবনির্বাচিত মেয়র আশরাফুল আলম বলেন, ‘মুকসুদপুর পৌর এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের আশা–আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি, সবার কাছে দোয়া চাই। পৌরসভার নারী-পুরুষ ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

পূর্ববর্তী নিবন্ধদেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৫৭ জন
পরবর্তী নিবন্ধদেশের প্রথম নারী অর্থসচিব হলেন ফাতিমা ইয়াসমিন