মুকসুদপুর থানার আরো ৬ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর থানার আরো ৬পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত।এ নিয়ে মুকসুদপুর থানার মোট ১৬ পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাস-এর অস্তিত্ব মিলেছে বলে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। । ২০ এপ্রিল সোমবার তাদের নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্তদের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

মুকসুদপুর হাসপাতালের টিএইচও মাহমুদর রহমান জানান ১৮ এপ্রিল মুকসুদপুর থানার নতুন ১২ সদস্যের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিলো তাদের মধ্যে ৬ জনের শরীরের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। তাদের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ নিয়ে মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল।

উল্লেখ্য মুকসুদপুর থানার করোনাভাইরাসে আক্রান্ত কনস্টেবল মহিউদ্দীন এর শরীর থেকে ভাইরাসটি এই ১০ সদস্যকে আক্রান্ত করেছে।

এছাড়াও মুকসুদপুরে জ্বর, শ্বাস-কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম শিখা রানী ঠাকুর(৫২)।মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের টিকারডাঙ্গা গ্রামের গোপাল ঠাকুরের স্ত্রী তিনি। তার এলাকায় মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচলতি মৌসুমে ২১ লাখ মেট্রিক টন খাদ্য কিনব : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধকানাডায় বন্দুকধারীর গুলিতে ১৬ জন নিহত