মুকসুদপুর ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণ

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি

?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে সারাদেশে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার্থী এবং অভিভাবকদের গোপালগঞ্জের মুকসুদপুরে ১৭এপ্রিল সকাল সাড়ে ৯ টায় মুকসুদপুর সরকারী সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সার্বিক সহযোগিতায় এবং মুকসুদপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে ৫শত শিক্ষাথীদের পানি ও কলম বিতরণ করা হয়েছে। মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন ও সাধারন সম্পাদক জোবায়ের মাতুব্বর পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি অন্তর সিকদার, সহ-সভাপতি রইজ মিয়া,যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম,যুগ্ম সম্পাদক আবু ঈসা সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, ছাত্রদল নেতা তারিক মাহমুদ (সাদ্দাম), আকিব মাহমুদ (রিফাত), সোহাগ মিয়া, মেহেদি মিয়া, প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধশুক্রবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
পরবর্তী নিবন্ধএকাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বললো বাংলাদেশ