মুকসুদপুর ও কাশিয়ানিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগষ্ট) সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, মুকসুদপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার খায়রুল ইসলাম পাভেল, মুকসুদপুর সংবাদর সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, সহকারী মৎস্য অফিসার দেব দুলাল সাহাসহ মুকসুদপুরে সাংবাদিকগন।
অপরদিকে জেলার কাশিয়ানীতে সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য বিভাগের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়। বিশেষ অতিথি ছিলেন সাজাইল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও অফিসার ইনচার্জ আজিজুর রহমান।
উপজেলা মৎস্য অফিসার শাহাজান সিরাজের সঞ্চলনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কাশিয়ানী সদর চেয়ারম্যান মশিউর রহমান খান, মাহমুদপুর চেয়ারম্যান মাসুদ রানা, হাতিয়াড়া চেয়ারম্যান দেব দুলাল বিশ্বাস, সিংগা চেয়ারম্যান প্রনব বিশ্বাস, রাজপাট চেয়ারম্যান মনিরুল ইসলাম, মহেশপুর চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ প্রমূখ।

 

 

 

পূর্ববর্তী নিবন্ধকরোনা সহনশীলতা সূচকে চার ধাপ উন্নতি বাংলাদেশের
পরবর্তী নিবন্ধদুই মাস পর করোনায় মৃত্যু একশ’র নিচে