মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, সংবাদদাতা : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ২০২৩ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৫ জানুয়ারি ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় ২২-৩১ জানুয়ারি পর্যন্ত কৃমি সপ্তাহে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

এবছর মুকসুদপুর উপজেলার ৫-১৬ বছর বয়সের মোট ৬৫ হাজার শিশুকে কৃমি নাষক ওষুধ দেয়া হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার সুশান্ত, সাংবাদিক সরদার মজিবুর রহমান প্রমুখ। অুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিপু সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দির, গির্জার ধর্মগুরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধজনগণ চাইলে আছি, না চাইলে নেই: ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধশুক্রবার খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী