মুকসুদপুর উপজেলা আ. লীগের আয়োজনে ফারুক খান এমপি’র জন্মদিন পালন

গোপালগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ ফারুক খান এমপি’র ৭১ তম জন্মদিন উপলক্ষে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে এবং দোয়া শেষে নেতাকর্মীরা কেক কেটে, মিস্টি ও খাবার বিতরন করে দিবসটি উদযাপন করে।
শনিবার (১৮ সেপ্টেম্বর)সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া, সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম-সাধারণ সম্পাদক এমএম মহিউদ্দিন আহমেদ মুক্ত, সিরাজুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান সবুজ, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খন্দকার পারভেজ আলম, সহ-দফতর সম্পাদক রফিকুল বারী লিপন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্লা, সাবেক ছাত্রনেতা সরদার মজিবর রহমান, যুবলীগ নেতা আমিনুর রহমান পল্টু, পৌর কাউন্সিলর নূর আসাদ ও বাবুল মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সাবেক ছাত্রনেতা আশিকুর রহমান রনি, মশিউর রহমান জনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বোরহান, পৌর ছাত্রলীগের সভাপতি নিভেল মোল্লা, মুকসুদপুর কলেজ ছাত্রলীগ সভাপতি জব্বারুল আলম মাহফুজ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুকসুদপুর থানা মসজিদের ইমাম মাওলানা আক্কাস আলী।
এরপূর্বে উপজেলা শ্রমিক লীগের পক্ষ থেকেও কেক কাটা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মুহাম্মদ ফারুক খান এমপির জন্মদিন উপলক্ষে আলোচনা, দোয়া ও কেক কাটা হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪
পরবর্তী নিবন্ধবিএডিসির সাথে ধানবীজসহ অন্যান্য ফসলের জন্য ঋণ প্রদাণ করা হবে: কৃষি ব্যাংক এমডি