মুকসুদপুরে ৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরও জায়গা বিতরণ

দেলোয়ার হোসেন
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে মাননী প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে সারা দেশের ন্যায় মুকসুদপুর উপজেলায় ৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জায়গা ও ঘর বিতরণ করা হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দেশের সকল জেলা ও উপজেলায় জায়গাসহ ঘর বিতরণের এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ লক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় ফারুক খান মিলনায়তনে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে ঘর ও জায়গা হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হযয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দেশের সকল জেলায় জমিসহ ঘর বিতরণের এ কার্যক্রমের উদ্বোধনের পর গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন উপজেলার ৪৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতক জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা,উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফইজুল ইসলাম,উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ খাইরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,উপজেলা বিআরডিবি অফিসার বাসুদেব সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশারেফ হোসেন, মুকসুদপুর থানার ওসি (দতন্ত) খোন্দকার আমিনুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মিয়া, উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু,সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম,সরকারী মুকসুদপুর কলেজের প্রভাষক মাহাবুব হাসান বাবর, মুকসুদপুর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া,যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন ও মুকসুদপুর রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক নাহিদ পারভেজ জনি প্রমূখ। এসময়ে ঘর ও জায়গা প্রাপ্তরা ঘর ও জায়

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে ৩১ হাওরে ২০ হাজার হেক্টর বোরো ফসলের ক্ষতি
পরবর্তী নিবন্ধজাতির পিতার সমাধিতে পাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা জ্ঞাপন