মুকসুদপুরে ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিল হাবিব মোল্যা

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
করোনাভাইরাসের কবলে অঘোষিত লকডাউনের কবলে পড়েছে সারা দেশ। দিন মজুর, অসহায় শ্রমিক, দরিদ্র ও খেটে খাওয়া শ্রমজীবিরা এই মুহুর্তে খাদ্য সংকটে ভুগছে। এসকল খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ শতাধিক পরিবারকে নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা দিলেন জিম ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্বাধিকারী সমাজ সেবক হাবিব মোল্যা তার সহধর্মীনি আসমা হাবিব। ১১ এপ্রিল শনিবার সকালে জিম ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ১কেজি ডাল, ২ কেজি আলু ।

জিম ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্বাধিকারী সমাজ সেবক হাবিব মোল্যা জানান করোনাভাইরাস মোকাবেলা সারা দেশে এখন অঘোষিত লকডাউনের কবলে পড়েছে। ক্ষতিগ্রস্থ অবস্থায় অনাহারে দিন কাটাচ্ছে শ্রমজীবি মানুষ । যারা দিন আনে দিন খায়। সেকল মানুষের কথাভেবে নিজস্ব তহবিলের টাকা দিয়ে ২০০ শতাধিক অসোহায় পরিবার কে খাদ্য সামগ্রী দিয়েছি। দেশের পরিস্থিতি ঠিক না হলে আরো ২শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিব। তিনি আরো জানা এছাড়াও আমার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জিম ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে আশা রোগীদের নিরলসে সেবা দিচ্ছি এবং বিল কমিয়ে নিচ্ছি । আশা করি খুব শিগ্রই এই সমস্যার সমাধান হবে। আবারও দেশের চিরচেনা রুপ ফিরে আসবে।

পূর্ববর্তী নিবন্ধলকডাউন-কারফিউ তুলে নিলে অবস্থা হবে ভয়াবহ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরবর্তী নিবন্ধকাঁচাবাজার-সুপারশপও সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে