মুকসুদপুরে ১৫শ সুবিধাবোগী কৃষকদের বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে সুবিধাবোগী ১৫০০ জন কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলীমা আলী প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের ত্র্যাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো: ছিরু মিয়া, সাপ্তাহীক মধুমতি কন্ঠের সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জল সাহা, উদবিত্ত সংরক্ষন অফিসার অফিসার রুহুল কুদ্দুস প্রমুখ।এসময় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ডায়াবেটিক সেন্টারের বর্ষপূতি পালন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সম্পন্ন
পরবর্তী নিবন্ধগৃহঋণের সর্বোচ্চ সীমা ২ কোটি টাকা