মুকসুদপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু 

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর,  গোপালগঞ্জ 

জমিতে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে মারা গেছেন ইয়ার খান (৫৫)।  বুধবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের পশারগাতী মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার মোহাম্মদ আশরাফুল আলম হিটস্ট্রোকে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় জমিতে পাট নিড়ানির কাজ করছিলেন ইয়ার খান। পাটের জমিতে পাট নিড়ানি শেষে জমিতেই অসুস্থ হয়ে পড়েন ইয়ার খান।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুর সে মারা যান।  পশারগাতী ইউনিয়ন চেয়ারম্যান রহমান মীর সত্যতা নিশ্চিত করে বলেন তিনি হিট স্ট্রোকে ফরিদপুর মেডিকেল  কলেজ হাসপাতালে মারাগেছে।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালের পথে খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধনির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ বিজেপির