মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় আহত ১০

 

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ,প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে মুকসুদপুর পৌরসভার চন্ডিবরদী ফায়ার সার্ভিস সংলগ্নে যাত্রীবাহী বাস-অটো বাইক মুখোমুখি সংর্ঘষে এই দূর্ঘটনা ঘটে। মুকসুদপুর ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানিয়েছেন, মুকসুদপুর সদরে প্রবেশের টেংরাখোলা-কালনা মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে দ্রুতগামী লোকাল বাস বীপরীত দিক থেকে আসা অটোবাইক মুখোমুখি সংর্ঘষে ড্রাইভারসহ গুরুতর আহত হয় ১০। আহতদের উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে ৬ জনের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যালে প্রেরণ করে। আহতরা হলো সোহারাব হোসেন(৪০), নান্নু(৩৮), মফিজুর(৪০), সোহেল(২৫), আরিফ(৩০), সুমন(২০)। এরা সকলেই মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

 

পূর্ববর্তী নিবন্ধদোয়ারাবাজারে মাস্টার রোলে মৃত ব্যক্তি
পরবর্তী নিবন্ধঈদ বাজারে ওয়ালটনের ২৬ মডেলের নতুন ফ্রিজ