মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় আসাদুর রহমান (৩৫)নামে পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার ১৮ সেপ্টেম্বর রাত ১০ টার সময়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পুরাতন মুকসুদপুরে ফারুক খান উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন আসাদুর মোটরসাইকেলে করে তার নিজ জেলা রাজবাড়ি হতে কর্মস্থল গোপালগঞ্জ পুলিশ লাইনে যাচ্ছিলেন।পুরাতন মুকসুদপুর এলাকায় দ্রুতগামী অজ্ঞাত নামা একটি গাড়ি সামনের দিকথেকে তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহত আসাদুর রহমান গোপালগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন তার পুলিশ আডি নং বিপি ০০২০২৩২৭৭৬ ।
মুকসুদপুর পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে দীর্ঘ দিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে যানা যায় থানার অফিসার ইনচার্জ মোঃ আবুবকর মিয়ার নির্দেশনায় ১৯ সেপ্টেম্বর গভীর রাতে এস,আই সওকত হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জিআরঃ২৮৬/১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দীর্ঘদিনের সাজা প্রাপ্ত আসামি দেওয়ান শেখ ও আকরাম শেখ কে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন এবং গোপালগঞ্জ কোর্টে প্রেরন করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলা দিগনগর ইউনিয়নের কানুরিয়া গ্রামের নিয়ামত শেখের ছেলে দেওয়ান শেখ,(২) একই গ্রামের মৃত্যু উকিল শেখের ছেলে আকরাম আলী ওরফে আকু শেখ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীরা মানলেও অভিভাবকরা স্বাস্থ্যবিধি মানছেন না: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটিতে ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশন কর্মসূচি