মুকসুদপুরে স্থায়ী শুমারী জরীপ কমিটির অবহীতকরণ সভা

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, সংবাদদাতা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পৌরসভাসহ ১৬ ইউনিয়নের জনশুমারী ও গৃহ গননা ২০২২ উপলক্ষে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের নিয়ে ইউনিয়ন জরীপ কমিটির অবহীতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ থেকে ২৫ মে বুধবার পর্যন্ত সকল ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে জরপি কমিটি করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সকল ইউনিয়নের চেয়াম্যানগন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোহালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর, মোচনা ইউপি চেয়ারম্যান ইমদাদ মোল্লা, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব রাজিবুল ইসলাম, মুকসুদপুর জোনাল অফিসার অশোক বিশ্বাস, রিজাউল করিম লিটু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের সকলকে নিজ নিজ এলাকায় গননা কারী এবং সুপার ভাইজারগন মাঠ পর্যায় কাজ করতে গেলে তাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। যেহেতু ৬ষ্ঠ জনশুমারী ও গৃহ গননা ২০২২ একটি জাতীয় কর্মসুচী একটি লোক এবং একটি খানাও যেন গননা থেকে বাদ না যায় সে দিকে সুদৃস্টি দিয়ে কাজের সহোযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশে আরও ৩০ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা তুলে নিলেই খাদ্য সংকট শেষ হবে: রাশিয়া