গোপালগঞ্জ প্রতিনিধি:
মুকসুদপুরে সেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে উন্নয়নের চেক বিতরন করা হয়েছে। সোমবার সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এইসব অনুদানের চেক বিতরন করা হয়। মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়রম্যান কাবির মিয়া প্রধান অতিথি হিসেবে এই সব সমিতির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক বিতরন করা হয়।
বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুরের সহকারি কমিশরার ভুমি শেখ আলাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাসপি রানী বিশ্বাস দুর্গা। গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আলতাফ হোসেন জানান মুকসুদপুর উপজেলার ১৯ টি নারী উন্নয়ন সমিতির মধ্যে ৫ লাখ ৯০ হাজার টাকা বিতরন করা হয়।