মুকসুদপুরে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

মেহের মামুন, নিজস্ব সংবাদদাতা:

গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু’র বড় ছেলে বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপিত হয়েছে। কর্মসুচীর মধ্যছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শনিবার (৫ আগষ্ট) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে পুস্পমাল্য অর্পণ করেন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুকসুদপুর আওয়ামী লীগ, পৌরসভাসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া, মৎস অফিসার খায়রুল ইসলাম পাভেল, বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ মল্লিক, মুকসুদপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন প্রমুখ।

পরে বঙ্গবন্ধু’র বড় ছেলে বীরমুক্তিযোদ্ধা শেখ কামালসহ তার পরিবারের আত্মার শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৯
পরবর্তী নিবন্ধমেসির অটোগ্রাফ নিতে গিয়ে প্রথম দিনই চাকরি হারালেন ভক্ত