দেলোয়ার হোসেন ,মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি:
”প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি”প্রতিবাদ্য সারাদেশে ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুর শিক্ষা সপ্তাহ পালন উপজেলা আজ থেকে শুরু হয়েছে জার্তীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯।এ উপলক্ষে সপ্তাহব্যাপি নানা কর্মসূচি গ্রহন করছে ১৩থেকে ১৯মার্চ পর্যন্ত পালিত হবে বর্ণাঢ্য র্যালিওশিক্ষা মেলা, মিনা প্রদর্শনী, শিক্ষক সমাবেশ, কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা আয়োজন করে মুকসুদপুর উপজেলা জার্তীয় প্রথামিক শিক্ষা অফিস।১৩মার্চ বুধবার সকালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি মুকসুদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
মুকসুদপুর মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জার্তীয় প্রথামিক শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলীমা আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,প্রথামিক সহকারী অফিসার শিক্ষা শেখর রঞ্জ ভক্ত,ঝিলুর রহমান,মোহাম্মাদ সিহাব খান।বক্তব্য দেন জাকির হোসেন মিয়া ,মনি মহন বাড়ৈ,মুকসুদপুর প্রেসক্লাবে সিনিয়ার সহসভাপতি ছিরু মিয়া,১নং টেংরাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ওহিদুল ইসলাম, ৪৮ নং মহারাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল ইসলাম বাকী প্রমুখ।