মুকসুদপুরে শাহ আলম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে শাহআলম নামে এক যুবককে নির্মম ভাবে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে শুক্রবার ১০ থেকে ১১টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি । টেকেরহাট- গোহালা সড়কের উপজেলার সিন্দিয়াঘাট ব্রীজের উপর ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধন চলাকালে হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নিহত শাহ আলমের স্ত্রী রেশমা বেগম, মেয়ে শায়লা, মাকসুদা, লুৎফর মোল্লা, জাহাঙ্গীর শেখ, কামাল শেখ ও মিজানুর রহমান প্রমুখ । পরে বিশাল একটি মিছিল নিয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । এব্যাপারে গত ১৬ অক্টোবর বুধবার রাতে নিহতের চাচাতো ভাই সত্তার বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে । এ ঘটনায় পুলিশ আসাদ, হবি, দাউদ মল্লিক ও মাসুদ মল্লিক নামে ৪জন গ্রেফতার করেছে ।
স্থানীয় ও মামলা সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনের প্রস্তুতি সভায় সম্ভব্য সভাপতি নির্বাচন ও এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সিন্দিয়াঘাট বাজারে সাবেক চেয়ারম্যান লিটন বয়াতির অনুসারি ও বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলামের অনুসারিদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে । এ সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ১০জন আহত হয় । আহতদের নিকটতম মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয় । পরে বিকালে প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে শাহ আলম নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করে হাত পা বেঁধে নিহতের বাড়ির পাশে উত্তর গঙ্গারামপুর নামক স্থানে নদীতে পেলে দেয় । নিহতের ছোট ভাই বাইদুল শেখ রাত ৭টা দিকে বাড়ীর পাশে নদীর পাশে ঝোপের মধ্যে ভাইয়ের পায়ের সেন্ডেল দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় নদীতে নেমে খুজতে থাকে । এসময় হাত-পা বাঁধা অব্স্থায় শাহআলমকে কুমার নদের কিনারে পানি মধ্যে পেয়ে উদ্ধার করে রাজৈর উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে । স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালে আনার পুর্বেই সে মারা গেছে। ছোট ভাই বাইদুল শেখ জানায়, প্রতিপক্ষরা আমার ভাইকে হাত-পা বেঁধে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, এব্যাপারে বুধবার রাতে ৩০ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে । এ ঘটনায় পুলিশ আসাদ, হবি, দাউদ মল্লিক ও মাসুদ মল্লিক নামে ৪জন গ্রেফতার করেছে ।

পূর্ববর্তী নিবন্ধহবিগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে