মুকসুদপুরে গুজব ছড়িয়ে লবণের দাম বৃদ্ধি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর বাজারে লবনের দাম বৃদ্ধির গুজব ও দাম বেশি রাখায় ৪ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে লবণের দাম বৃদ্ধি পেয়েছে এমন ‘গুজব’ ছড়িয়ে পড়লে পৌরসভা সদরে অভিযান চালান মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের বিচারক তাসলিমা আলী। এ সময় চার ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করে করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা প্রাপ্ত আসামীরা হলো সদর বাজার ব্যবসায়ী ক্ষিতিস বিশ্বাস, অসিম সাহা, তাপস সাহা, দিলিপ সাহা।
লবণের দাম বৃদ্ধি এমন খবর গুজব বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। তিনি বলেন, যদি কেউ এমন গুজব ছড়ানোর অপচেষ্টা করে, তবে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ‘এ ধরণের গুজব বন্ধে প্রশাসন, সাংবাদিক ও সুশীলসমাজের লোকজনকে এগিয়ে আসতে হবে।
মুকসুদপুর উপজেলায় পিঁয়াজের দর একটু নিয়ন্ত্রণে আসতে না আসতেই লবণের দাম নিয়ে চলছে ব্যবসায়ীদের কারসাজি। লবণের দাম বেড়েছে খবর শুনে বিভিন্ন দোকানে ক্রেতাদের সর্বনিম্ন ৫ কেজি থেকে সর্বোচ্চ ২০ কেজি করে লবণ ক্রয় করতে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধঅধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমার পরও পুঁজিবাজারে সূচক ঊর্ধ্বমুখী
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত