মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালন

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ

গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ নানা আয়োজনে শ্রদ্ধাভরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচিতে প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশ্রাফুল আলম শিমুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন শাহীন, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা। এ ছাড়া সারা দিনের কর্মসুচীর মধ্যে ছিল শরীর চর্চা প্রদর্শনী, ক্রীড়ানুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে মুকসুদপুর উপজেলা পরিষদ, মুকসুদপুর থানা, উপজেলা আওয়ামী লীগ, মুকসুদপুর হাসপাতাল, মুক্তিযোদ্ধা সংসদ, মুকসুদপুর কলেজ, বিএনপি ও অঙ্গসংগঠন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা যুবলীগসহ উপজেলার রাজনৈতিক, শিক্ষা-সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

পূর্ববর্তী নিবন্ধডা. আকরাম এলাহীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
পরবর্তী নিবন্ধএবার রাশিয়ার ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র