মুকসুদপুরে মাঠ দিবস ও কৃষকদের সাথে মতবিনিময় সভা

মেহের মামুন (গোপালগঞ্জ প্রতিনিধি) :

গোপালগঞ্জের মুকসুদপুরে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শণীর মাঠ দিবস ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কদমপুরে রবি/২০২০-২০২১ বারি সরিষা -১৭ ফসলের মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) সরেজমিন উইং মিজানুর রহমান।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি গোপালগঞ্জের উপ-পরিচালক অরবিন্দ কুমার রায়, গোপালগঞ্জ জেলা প্রশিক্ষন অফিসার আব্দুল কাদের সরদার, কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু, শহীদুল ইসলাম, ইউপি সদস্য কামরুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ, উপ-সহকারী কৃষি অফিসার রিজভী শাহারিয়ার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশক দীপন হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধপ্রশিকা মুকসুদপুর উন্নয়ন এলাকা উদ্বোধন