মুকসুদপুরে ভুমি সেবা সপ্তাহে র‌্যালি ও আলোচনা সভা

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, সংবাদদাতা

গোপালগঞ্জের মুকসুদপুরে ভুমি সেবা সপ্তায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল সকালে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে মুকসুদপুর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সহকারি কমিশনার ভুমি’র কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। উপজেলা সহকারি কমিশনার ভুমি আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, বাংলার নয়ন সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, দৈনিক খবর প্রতিনিধি ছিরু মিয়া, ভোরের কাগজ প্রতিনিধি কাজী ওহিদ, দৈনিক জনতা প্রতিনিধি শহীদুল ইসলাম, নবরাজ প্রতিনিধি হাদিউজ্জ্মাান প্রমুখ। এসময় উপজেলা সহকারি কমিশনার ভুমি আক্তার হোসেন শাহিন জানান ভূমি সেবা সপ্তায় ভুমি রেকর্ড হাল করণ, জমি উন্নয়ন কর আদায়, কৃষি জমি সুরক্ষা ও সংশ্লিষ্টদের সুষম বন্টন, অর্পিত সম্পত্তির সুষ্ঠ ব্যবস্থাপনা, সায়রাত মহালা ইজারা, ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়নসহ সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের নিমিত্তে সেবা প্রদান করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধক্ষতিগ্রস্ত ২০ জনকে ১ কোটি করে টাকা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট