মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া এবং গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (১২ জুলাই ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই সুজন হাওলাদার, এস আই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাঝিগাতী থেকে ৭ জুয়ারীকে গ্রেফতার করেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারীপরোয়ানাভুক্ত ৩ জন, কার্যবিধি ১৫১ ধারায় ৩জন এবং নিয়মিত মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে উপজেলার মাঝিগাতী থেকে ৭ জুয়ারী এবং বিভিন্ন মামলার ৯ আসামিকে গ্রেফতার করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।