মুকসুদপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে কৃষকদের মাঝে বিনা মূল্যে ফলের চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কমলাপুর বঙ্গবন্ধু ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে গাছের চারা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষক আবদুল কাদের সরদার।
আয়োজন করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, গ্রাফট্রেক্স পরিচালক লিয়াকত আলী মজুমদার।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলাপুর বঙ্গবন্ধু ক্লাবের পক্ষে লুৎফর মোল্যা। আগতদের স্বাগত জানান মিন্টু মোল্যা।
উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান জানান উপজেলার কমলাপুর গ্রামের সন্তান সাতক্ষীরা কৃষি বিভাগের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ খালিদ সাইফুল্লাহ ব্যক্তিগত তহবিল থেকে গ্রামের ২শ বাসিন্দাকে উন্নত জাতের ২টি পেয়ারা ও আমের চারা বিতরন করা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধওয়ালটনের ইউরোপ জয়ের ধারাবাহিকতায় পোল্যান্ডে টেলিভিশন রপ্তানি শুরু
পরবর্তী নিবন্ধবশেমুরবিপ্রবি- তে কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচী